চিরকুট লিখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ১২ মে ২০২২ ০৭:০০; আপডেট: ১২ মে ২০২২ ০৭:১৮

আত্মহত্যাকারী শিক্ষার্থী

চিরকুট 'চোরাবালির মতো হতাশা বেড়েই যাচ্ছে, মুক্তির পথ নেই' লিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ মে) দুপুরে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

ওই শিক্ষার্থীর নাম সাদিয়া তাবাসসুম। তিনি রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

সাদিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বিষমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহবুব রশিদ ফারুকের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নিজ ঘরে বাঁশের আড়ার সঙ্গে ফাঁস দেন সাদিয়া। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে মৃত্যুর আগে সাদিয়া তার বাবার ডায়েরিতে লিখে গেছেন- ‘চোরাবালির মতো ডিপ্রেশন, বেড়েই যাচ্ছে, মুক্তির পথ নেই, গ্রাস করে নিচ্ছে জীবন, মেনে নিতে পারছি না।’

বুধবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার এসআই মাইনুল রেজা জানান, মাঝে বেশকিছু দিন সাদিয়ার লেখাপড়া বন্ধ ছিল। যে কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ সব কারণে সাদিয়া আত্মহত্যা করতে পারেন। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সোহেল কবির বলেন, সাদিয়ার মৃত্যুর খবরটি আমরা জেনেছি। এটা খুব হতাশাজনক। আমাদের একজন শিক্ষার্থী এভাবে অকালে ঝড়ে যাবে, আমরা ভাবতেও পারেনি। তবে কী কারণে আত্মহত্যা করেছে; তা বলতে পারছি না। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। শিক্ষার্থীদের আত্মহত্যার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top