করোনা আক্রান্ত শিক্ষানবিশ এএসপিকে পুলিশ হাসপাতালের স্থানান্তর 

করোনা আক্রান্ত এএসপিকে পুলিশ হাসপাতালে স্থানান্তর 

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: ২ জুন ২০২০ ০৩:০৬; আপডেট: ৪ জুলাই ২০২০ ২২:১৭

রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত শিক্ষানবিশ এএসপি (২৯) রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। সেখানেই তার যথাযথ ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
তথ্যমতে, শিক্ষানবীশ এই এএসপি রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে ছিলেন। করোনা পরিস্থিতির কারণে প্রশিক্ষণ বন্ধ থাকায় তিনি ছুটিতে ছিলেন। পরে আবারো এ্যাকাডেমিতে প্রবেশের আগে ৪৪ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়। রাজশাহী নগরীর হোটেল মুক্তা ইন্টারন্যাশনালে থেকে তিনি নমুনা দেন। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে যখন তার নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট আসে তখন তিনি হোটেলেই ছিলেন। পরে রাতেই স্বাস্থ্যবিধি মেনে পুলিশ তাকে নিজেদের হাসপাতালে নিয়ে যায়।
এদিকে, হোটেল মুক্তা ইন্টার ন্যাশনালে পুলিশের আরও কর্মকর্তা রয়েছেন। সবার নমুনা পরীক্ষা করা হবে। তবে হোটেলটি লকডাউন করা হয়নি বলে থানা পুলিশ জানিয়।

 

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top