কারাবন্দি চালকের মুক্তির দাবি

২৭ মার্চ থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২২ ০৩:৪১; আপডেট: ১৬ মার্চ ২০২২ ০৩:৪১

রাজশাহীর কাটাখালিতে ২০২১ সালের মার্চ মাসে মাইক্রোবাস ও হানিফ ট্রাভেলসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় কারাবন্দি হানিফ গাড়ির চালককে অবিলম্বে মুক্তির দাবিতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজশাহী মহানগরীর শিরোইলের ঢাকা বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে ঘোষনা করা হয় চালকের মুক্তি দেয়া না হলে আগামী ২৭ মার্চ থেকে রাজশাহীÑরংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের হুমকি দেয়া হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির আয়োজন করে এ মানববন্ধনে বক্তরা আরও বলেন, চালক আব্দুর রহিমের মুক্তির দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির মানববন্ধনসহ নানান কর্মসূচি হাতে নিয়েছে। আজকের (মঙ্গলবার) এ মানববন্ধনও কর্মসূচির একটি অংশ। বুধবার স্মারকলিপি দেয়া হবে জেলা প্রশাসকের কাছে।
উল্লেখ্য, ২০২১ সালের ওই সড়ক দুর্ঘটনার পর হানিফ গাড়ি কেটিসি’র চালক আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে চালক আব্দুর রহিম কারাগারে আছেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top