টি-২০ বিশ্বকাপ

হোটেল রুমের ভিডিও প্রকাশ, ক্ষুব্ধ কোহলি-আনুশকা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২২ ১৭:৫০; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ১৬:৪৫

ফাইল ছবি

বিরাট কোহলির হোটেল রুমের ভিডিও প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে বেজায় খেপেছেন ভারতীয় সুপারস্টার। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে সোমবার একটি ভিডিও প্রকাশ করেন কোহলি। যেটি মূলত টিকটকে একটি অজ্ঞাত অ্যাকাউন্ট থেকে আগেই প্রকাশ হয়। যেখানে ক্যাপশন হিসেবে লেখা ছিল, ‘কিং কোহলি’স হোটেল রুম’।

কোহলির পুরো রুমের দৃশ্য তুলে ধরা হয় সেখানে। এই ঘটনায় ক্ষুব্ধ কোহলি বলেন, ‘আমি বুঝতে পারি, ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব আনন্দিত ও রোমাঞ্চিত হয় এবং তাদের সঙ্গে দেখা করার জন্য উন্মুখ থাকে এবং আমি সবসময় এর প্রশংসা করি। কিন্তু এখানের এই ভিডিও ভয়ঙ্কর। এটা আমাকে উদ্বিগ্ন করছে আমার গোপনীয়তা নিয়ে।’
কোহলি বলেন, ‘আমি যদি আমার নিজের হোটেল রুমেও গোপনীয়তা বজায় রাখতে না পারি, তাহলে আমি আসলেই কোথায় ব্যক্তিগত জায়গা আশা করতে পারি? আমি এই ধরনের অন্ধ আবেগ ও গোপনীয়তায় আক্রমণ মেনে নিতে পারছি না।

দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করুন এবং তাদেরকে বিনোদনের পণ্য হিসেবে বিবেচনা করবেন না।’
কোহলির সেই পোস্টে সাড়া দেওয়াদের একজন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটসম্যান ওই হোটেলকে ট্যাগ করে লেখেন, ‘এটা খুবই বিব্রতকর, একবারেই অগ্রহণযোগ্য।’
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, এই বিষয়টি আইসিসি কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়াকে এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি ভারতীয় দল। তবে হোটেল কর্তৃপক্ষের কাছে কাণ্ডটির কথা তুলে ধরেছে তারা। বিষয়টি দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পার্থের ক্রাউন টাওয়ার হোটেলের পক্ষ থেকে।
কোহলির হোটেল কক্ষের ভিডিও ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘অতীতে এ ধরনের অভিজ্ঞতা কয়েকবার হয়েছে। যেখানে ভক্তরা কোনো সহানুভূতি বা করুণা দেখায়নি; তবে এটি সত্যিই বাজে ব্যাপার। একজন মানুষের জন্য চরম অসম্মান ও তার গোপনীয়তার লঙ্ঘন। কেউ যদি এটি দেখে মনে করে যে তারকাদের এসব সামলাতেই হবে, তাহলে বলবো তিনি নিজেও এই সমস্যার অংশ।’
সোমবারই পার্থ থেকে অ্যাডিলেডে পৌঁছার কথা ভারতীয় ক্রিকেট দলের। আগামীকাল অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে রোববার পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে ভারত। ১৩৩ রানের পুঁজি নিয়ে ম্যাচে তারা ৫ উইকেটে পরাজিত হয় ।



বিষয়: ক্রিকেট


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top