মুরগির মাংসে করোনা সনাক্ত

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০ ০৫:১৩; আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ০৫:৫০

মুরগির দেহেও মিললো প্রাণঘাতী করোনাভাইরাস। ব্রাজিল থেকে আমদানি করা হিমায়িত মুরগির মাংস পরীক্ষা করে করোনা পেয়েছে চীন। বৃহস্পতিবার এ কথা জানিয়েছে চীনের শেনজেন সিটি কর্তৃপক্ষ। এ ব্যাপারে বেইজিংয়ে ব্রাজিল দূতাবাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।খবর এনডিটিভির।

শেনজেন সিটি রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি ব্রাজিল থেকে আমদানি করা হিমায়িত মুরগির নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। গত জুন থেকে আমদানি করা মাংস ও সামুদ্রিক খাবারে রুটিন চেকের অংশ হিসেবে এ পরীক্ষা করা হয়। পরীক্ষায় হিমায়িত মুরগির পাখনায় করোনা ভাইরাস শনাক্ত হয়।

চীনের উহান থেকে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। আশংকা করা হয়, উহানের হুনান সামুদ্রিক খাদ্যপণ্য ও মাংসের বাজার থেকেই মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে ওই ভাইরাস।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top