ত্রিশালে তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী শুরু

রাজ টাইমস | প্রকাশিত: ২৪ মে ২০২২ ০৪:৩৯; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ০৪:০৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ও বুধবার থেকে ত্রিশালের স্থানীয় সরকারি নজরুল একাডেমী মাঠে তিনদিন ব্যাপী নজরুল জন্মজয়ন্তী শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে প্রথম দিনে বেলা ১১টায় গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কৃষিবিদ ড.হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা। দুপুর দুইটায় গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধকার হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও গবেষক মফিদুল হক, চট্রগাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.আনোয়ার সাঈদ প্রমুখ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড.ইয়াসমিন আরা লেখা।

দ্বিতীয় দিনে দুপুর দুইটায় আলোচনা সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাক ড.হোসাইন আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধকার হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.শরদিন্দু ভট্রাচার্য। সন্ধ্যা সাতটায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজ কল্যণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিতে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কৃষিবিদ ড.হুমায়ুন কবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন।

তৃতীয় দিনে দুপুর দুইটায় গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধকার হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.তারানা নুপুর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী ড.শামসুজ্জামান মিলকি। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.হোসনে আরা।

অপর দিকে স্থানীয় সরকারি নজরুল একাডেমী মাঠে বুধবার থেকে তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে বিকেল তিনটায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজ কল্যণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিশালের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি,ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস প্রমুখ।

দ্বিতীয় দিনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি প্রমুখ।

তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী কে.এম খালিদ এমপি। জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খিলখিল কাজী।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, আইনশৃঙ্খলার বিষয়ে সজাগ দৃষ্ঠি রাখা হয়েছে।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান জানান, ত্রিশালে তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার প্রস্তুতি শেষ পর্যায়ে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top