দিল্লিতে ভারতীয় সেনাপ্রধান

চীন-ভারত সীমান্ত উত্তেজনা: পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৩ ২১:৩৭; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ০৬:১৫

ছবি: সংগৃহীত

সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে চীনা সেনার প্রবেশের চেষ্টা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভারত-চীন সীমান্ত।

গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিল্লিতে সে বিষয়ে সেনাপ্রধান মনোজ পাণ্ডে জানিয়েছেন, এলএসি বা ভারত-চীন সীমান্তে বর্তমানে স্থিতাবস্থা বজায় আছে। তবে সীমান্তের পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

এই সংকেত দিয়ে সেনাপ্রধান আরো জানিয়েছেন, সীমান্ত নিয়ে পূর্বাভাস দেয়া সম্ভব নয়। ভারত সেখানে যথেষ্ট পরিমাণে সেনা মোতায়েন রেখেছে। সীমান্তের পূর্বপ্রান্তে চীনও সেনাসংখ্যা বাড়াচ্ছে। ভারতীয় সেনাবাহিনী তাদের কার্যক্রম নজর রাখছে। কিন্তু, তাতে ভারতের চিন্তা বা উদ্বেগের কিছু নেই।

সেনাপ্রধান একইসঙ্গে জানিয়েছেন, ভারতও সীমান্তে স্থায়ী কাঠামো তৈরি করছে। যেন সেনারা ওই অঞ্চলে দীর্ঘ সময় মোতায়েন থাকতে পারেন। শুধু স্থায়ী কাঠামো তৈরি নয়, সেনাদের হাতে অত্যাধুনিক অস্ত্রও পৌঁছে দেয়া হয়েছে।

মানোজ পাণ্ডে জানান, ভারত ও চীন ইতোমধ্যে এলএসির পাঁচ থেকে সাতটি ইস্যুর সমাধান করেছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ধারাবাহিক বৈঠক এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক বৈঠকেই সমাধান এসেছে। তবে চীন যদি স্থিতাবস্থা ভাঙে তা কড়া হাতে মোকাবিলা করবে ভারত।

ভারতীয় সেনা এলএসিতে রাস্তা, সেতু, সুড়ঙ্গ, অস্থায়ী বাসস্থান তৈরি করেছে। এর জন্য এরই মধ্যে ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হয়েছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top