রাজশাহীর র্শীষ মাদক ব্যবসায়ী বাবু আটক

রাজ টাইমস | প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ০৫:১০; আপডেট: ৫ মার্চ ২০২৩ ০৫:৫৬

সংগ্রহীত

রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গোদাগাড়ীতে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক ও হোরোইন উদ্ধার করে র‌্যাব।

আটক মাদক ব্যবসায়ীর নাম বাবু হোসেন আসমত (৩৫)।বাবু ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। র‌্যাবের অপারেশন অফিসার ফ্লাইট লে. মারুফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোদাগাড়ীর চরভূবনপাড়া গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী বাবু হোসেন আসমতের বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের কাছে সংবাদ ছিল বাবু তার বাড়িতে ভারত থেকে হেরোইন আমদানি করে বিক্রির জন্য মজুদ রেখেছে। এমন খবরের ভিত্তিতে র‌্যাব শুক্রবার বিকেলে বাবুর বাড়ি ঘেরা করে। পরে সেখান থেকে দুইজন ২ জন পালানোর চেষ্টা করলে র‌্যাব মাদক ব্যবসায়ী বাবু হোসেন আসমতকে আটক করে। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মুল্য প্রায় কোটি টাকার উপরে।

শুক্রবার রাতে বাবুকে গোদাগাড়ী মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্েেধএকটি মামলা দায়ের করা হয়েছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top