ফিস ফিড ও মাছের ঔষধের জন্য পদ্মা সায়েন্স এগ্রো

বিজ্ঞাপন | প্রকাশিত: ৮ মার্চ ২০২১ ২৩:৩৩; আপডেট: ৮ মার্চ ২০২১ ২৩:৪৩

 

‘আধুনিক মাছ চাষে পরামর্শ, সেবা ও প্রযুক্তি’ এই স্লোগানে কাজ করে যাচ্ছে ‘পদ্মা সায়েন্স এগ্রো’। বর্তমানে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরণের ফিস ফিড উৎপাদন ও বাজারজাত করছে।

তাদের উৎপাদিত ফিস ফিডের মধ্যে রয়েছে- এ.আর ফিস ফিড, এ.আর ভাসমান ফিস ফিড, এ.আর স্পেশাল ফিস ফিড, এ.আর পপুলার ফিস ফিড, এ.আর নার্সারী ফিস ফিড।

‘পদ্মা সায়েন্স এগ্রো’ ফিস ফিড ছাড়াও মাছের বিভিন্ন ধরণের ঔষধ তৈরী করছে। যেমন: অক্সিজেন, গ্যাস রিমোভার, প্রোবায়োটিক্স, ডেলটাম্যাথ্রিন, আইভারমেকটিন সহ বিভিন্ন ধরণের ভিটামিন, জীবানুনাশক, ফিসওয়েল, জিওলাইট, এনজাইম, পিলেট বাইন্ডার ইত্যাদি।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম সংলগ্ন তেরখাদিয়াতে অবস্থিত অফিসের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম পরিচালনা করছে। আপনার যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন, ০১৭১২৯৩৫৭০০ অথবা ০১৭১২৬২৭৫০৫ এই নম্বরে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top