টিকা নিয়েছেন বেগম খালেদা জিয়া

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ জুলাই ২০২১ ০২:১৫; আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ২০:১৪

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসের টিকা নিয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে তিনি রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা গ্রহণ করেন।

এর আগে বিকেল ৩টা ৩০মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে ৩টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। গত ১২ জুলাই খালেদা জিয়া টিকা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন। গতকাল রোববার তার টিকার এসএমএস আসে। যা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ১৪ এপ্রিল করোনায় আক্রান্ত হন। পরে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রথমে টেষ্ট করতে গেলে তাকে ভর্তি করা হয়। সেখানে ৫৪ দিন চিকিৎসা গ্রহণ শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top