04/28/2025 কথা শুনলেন না এমপি বাহার, অসহায় সিইসি
রাজ টাইমস ডেস্ক
১৩ জুন ২০২২ ০৬:২৬
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচন কমিশন এলাকা ছাড়তে বললেও তাতে কর্ণপাত না করায় এ ঘটনায় অসহায়ত্ব প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সিইসি বলেন, নোটিশ দেয়ার পরেও এমপি এলাকা না ছাড়লে কমিশনের কিছুই করার নেই। রোববার (১২ জুন) নির্বাচন কমিশন-ইসি ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা তাকে এখান থেকে চিঠি দিয়েছি এবং বলেছি স্থান ত্যাগ করার জন্যে। উনি (এমপি বাহার) ত্যাগ করেননি। আমরা শুনেছি উনি আদালতে মামলা করেছেন। আমরা কাউকে রিকোয়েস্ট করি, আমাদের এমন কোনো ক্ষমতা নেই জোর করে একজন সংসদ সদস্যকে বের করে দিতে পারি।
‘একজন এমপিকে সতর্ক করাই যথেষ্ট’ দাবি করে সিইসি বলেন, ‘উনাকে বলাটাই এনাফ। উনাকে আমরা যদি বলে থাকি- কাইন্ডলি আপনি যদিৃ. আচরণবিধিতে এটা আছে, আপনি যদি সরে থাকেন, তাহলে নির্বাচনটা ভালো হয়। সেটা আমরা প্রকাশ্যে দিয়েছি। এটাই এনাফ একজন সংসদ সদস্যের জন্য সেটাকে অনার করা। যদি সেটি উনি অনার না করেন সেক্ষেত্রে আমাদের তেমন করার কিছু নেই।
সংসদ সদস্য দলীয় প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠলে তাকে সতর্ক করে নির্বাচন কমিশন।