03/16/2025 প্রয়াত হলেন শ ম রেজাউল করিমের মা
রাজটাইমস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২০ ২০:৪০
বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র মা মাজেদা বেগম। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে খুলনার সিটি মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
৯৩ বছর বয়সী মাজেদা বেগম পাঁচ পুত্র ও দুই কন্যা সন্তানের গর্বিত মাতা। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মায়ের মৃত্যুতে সকলের কাছে দোয়া চেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার তারাবুনিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
মন্ত্রীর মায়ের মৃত্যুতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। খবর-ইত্তেফাক