1004

09/20/2024 নূরের মামলা প্রত্যাহারের দাবি

নূরের মামলা প্রত্যাহারের দাবি

রাজটাইমস ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২০ ২১:০৯

রাজধানীর কোতোয়ালি থানায় কোটা সংস্কার আন্দোলনের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নুরুল হক নূরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিলের মাধ্যমে জড়ো হয় ছাত্র, যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ। বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদও করা হয়।

মৎস্যভবন থেকে শুরু হওয়া প্রতিবাদী মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে প্রেসক্লাব এলাকায় এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান। তিনি বলেন, নূরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে, তা সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে হয়েছে।

এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ফারুক খান। তিনি বলেন, সরকার ভিপি নূরকে মেরে ফেলে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করে দিতে চায়। কিন্তু তারা জানে না-ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটি নেতাকর্মী একেকটা ভিপি নূর।  

সমাবেশে উপস্থিত ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, ঢাবি শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সভাপতি মো. আতাউল্লাহ প্রমুখ। খবর-বাংলাদেশ প্রতিদিন।

  • এসএইচ

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]