10045

05/14/2025 জাতিসংঘের কার্যক্রমে যুক্ত হলো বাংলা ভাষা

জাতিসংঘের কার্যক্রমে যুক্ত হলো বাংলা ভাষা

রাজ টাইমস ডেস্ক

১৫ জুন ২০২২ ০৪:৪২

এখন থেকে জাতিসংঘের সব ধরনের কার্যক্রমের তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ভাষার পাশাপাশি বাংলাতেও পাওয়া যাবে। সাধারণ অধিবেশনের ৭৬তম সভায় গত শুক্রবার বহু ভাষার প্রচলনের ওপর ভারত, অ্যান্ডোরা ও কলাম্বিয়ার উপস্থাপিত একটি প্রস্তাব পাস হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট তাদের প্রতিবেদনে আজ মঙ্গলবার এসব তথ্য জানায়।

জাতিসংঘের ওয়েবসাইটে পাওয়া তথ্য মতে, ওই প্রস্তাবনায় জাতিসংঘের বৈশ্বিক যোগাযোগ বিভাগকে সংস্থাটির যোগাযোগের মাধ্যম হিসেবে বাংলা, হিন্দি এবং উর্দু ভাষাকে অনানুষ্ঠানিক ভাষা হিসেবে যুক্ত করা হয়েছে। পর্তুগিজ, কিসওয়াহিলি ভাষাতেও এখন থেকে জাতিসংঘের যাবতীয় কার্যক্রমের তথ্য দেওয়া হবে।

জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা ছয়টি হচ্ছে ইংরেজি, রাশিয়ান, স্প্যানিশ, চীনা, আরবি ও ফ্রেঞ্চ।

জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস ত্রিমূর্তি বলেছেন, ‘এখন থেকে হিন্দি, বাংলা ও উর্দু ভাষায়ও জাতিসংঘ তাদের প্রচারমাধ্যম হিসেবে ব্যবহার করবে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]