10051

04/23/2025 নাচোল উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

নাচোল উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

রাজ টাইমস ডেস্ক

১৫ জুন ২০২২ ০৫:৫১

নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহা. আব্দুল খালেকের বিরুদ্ধে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ব্যবহারের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে ওই কারণ দর্শানোর নোটিশের জবার দিতে বলা হয়েছে।

গত ১৩ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কারণদর্শানোর নোটিশ দেয়া হয়। এ সংক্রান্ত পত্রের অনুলিপি জেলা প্রশাসক ও নাচোল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পাঠানো হয়েছে।

এ ব্যাপাররে নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের সাথে মোবাইল একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]