10056

04/23/2025 রাবি ভর্তি পরিক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশ

রাবি ভর্তি পরিক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশ

রাবি প্রতিনিধি

১৬ জুন ২০২২ ০২:৫১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়েছে।
গতকাল বুধবার বেলা ১২টার দিকে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত ভর্তিচ্ছুদের এসএমএস ও ওয়েব সাইটের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ভাবে মনোনীত ভর্তিচ্ছুরা দুপুর ১২টা থেকে রাত ১২ টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে পারবেন।

এবারের চূড়ান্ত পর্যায়ের আবেদনের ক্ষেত্রে সর্বনিম্নজিপিএ এর ভিত্তিক মানবিক (এ ইউনিট), ব্যবসা (বি ইউনিট) ও বিজ্ঞান (সিইউনিট) বিভাগের ভর্তিচ্ছুশিক্ষার্থীদের নির্বাচিত করা হয়েছে। যেখানে এ, বি ও সি ইউনিটে যারা বিজ্ঞান থেকে আবেদন করেছেন তাদের সর্বনিম্ন জিপিএ-৫ ছিল। এছাড়া এ ইউনিটে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ-৪.৫৭ এবংবাণিজ্য বিভাগেরশিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪.৯২ পর্যন্ত নেয়া হয়েছে। অন্যদিকে বাণিজ্য বিভাগ তথা বি ইউনিটে বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ-৫ এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ-৪.৫৮ নেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]