1006

03/16/2025 অনুন্নত ভিডাইসে চলবে না পোকেমন গো

অনুন্নত ভিডাইসে চলবে না পোকেমন গো

রাজটাইমস ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২০ ২৩:১৮

পোকেমন গো এর নতুন আপডেট সব ডিভাইসে সাপোর্ট করবে না বলে জানিয়েছে গেমটির ডেভেলপার প্রতিষ্ঠান নিয়ান্টিক।

নিয়ান্টিক জানিয়েছে, পরবর্তী মাস থেকেই পোকেমন গো-এর সাপোর্ট হারাবে অ্যান্ড্রয়েড ও আইওএসের পুরনো কিছু ডিভাইস।

যেসব ডিভাইস বিশেষ করে নতুন আপডেট সুবিধা পাবে না সেসব ডিভাইসগুলো হল অ্যান্ড্রয়েড ৫, আইওএস ১০ ও আইওএস ১১।

এমনকি নতুন আপডেট সাপোর্ট করবে না আইফোন ৫এস ও আইফোন ৬ও । ব্যবহারকারীরা আইওএস ১২ ইনস্টল করলেও কোনো সুবিধা পাবেন না। কেন পুরনো ফোনে সাপোর্ট বন্ধ করা হচ্ছে সে বিষয়ে কিছু জানায়নি তারা।

মূলত, পোকেমন গেমের জন্য অত্যাধুনিক ডিভাইসের প্রয়োজন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ৯টু৫ ম্যাক। তাদের দাবি, এআরভিত্তিক গেমটি খেলতে উন্নতমানের ডিভাইসের প্রয়োজন হয়। এ কারণেই পরবর্তী আপডেটের সাপোর্ট পাবেন না পুরনো ডিভাইসের ব্যবহারকারীরা। তাই কোনোভাবে পোকেমন গেমটি ফোনে চালান উপায় খুঁজে বের করলেও কারিগরি ত্রুটি সারানোর জন্য আপডেট পাবেন না ব্যবহারকারীরা।

পোকেমন গো গেমটি জাপানে আবিষ্কৃত একটি গেম। ২০১৬ সালের জুলাইয়ের মাঝামাঝি এটি উন্মোচিত হয়। গেমটিতে হেঁটে হেঁটে পোকেমন ধরলে পয়েন্ট পাওয়া যায়। খবর-যুগান্তর

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]