03/16/2025 সাবেক জাতীয় ফুটবলার নওশেরুজ্জামান আর নেই
রাজটাইমস ডেস্ক থেকে
২২ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫৭
বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে প্রাণ হারালেন বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার ও স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য কে এম নওশেরুজ্জামান। (ইন্না-লিল্লাহে...... রাজেউন)
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৭০ বছর বয়সী এই ফুটবলার।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নওশেরুজ্জামানের চাচাতো ভাই সাইদুজ্জামান।
নওশেরুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ৭ সেপ্টেম্বর তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়।
মৃত্যুর আগ পর্যন্ত হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রতে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
দেশের এই প্রয়াত সাবেক ফুটবলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, ফায়ার সার্ভিস, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও বাংলাদেশ ওয়াপদার হয়ে খেলেছেন। স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে মু্ক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। খেলেছেন জাতীয় ফুটবল দলেও। খবর-যুগান্তর