10075

04/23/2025 ছাত্র পিটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ছাত্র পিটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১৭ জুন ২০২২ ০৪:২৪

রাজশাহীর বাঘায় টাকা চুরির অপরাধে মাদ্রাসা ছাত্রকে পিটানো অভিযুক্ত এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষকের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলশিপুর (সোদপুর) গ্রামে আল কারীম হিফ্জুল কুরআন মাদ্রাসা ও ইসলামি কিন্ডার গার্ডেনের মক্তব শ্রেণির ছাত্র জুবাইর হোসেন (১১)। গত বছরের ফেব্রুয়ারী মাসে তাকে এ মাদ্রাসায় ভর্তি করা হয়। তারপর থেকে সে নিয়মিত লেখাপড়া করে যাচ্ছে এ মাসাদ্রায়। এরমধ্যে মঙ্গলবার মাদ্রাসার টাকা চুরি হয়। এতে তাকে সন্দেহ করে তল্লাশি করা হলে তার কাছে কিছু টাকা পাওয়া যায়। মাদ্রাসার শিক্ষক এই ঘটনায় তাকে বেত দিয়ে পিটিয়ে আটকে রাখে। পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে বুধবার দুপুরে মাদ্রাসা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করেন। এই ঘটনায় তার পিতা জিল্লুর রহমান বাদি হয়ে বিকালে মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মেজবা ওয়াদুদ শাহরিয়ার ডলারকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ রাতে তুলশিপুর (সোদপুর) গ্রামের নিজ বাড়ি থেকে মেজবাকে গ্রেফতার করে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]