10086

04/18/2025 ২৪ ঘণ্টায় আরও ৩০৪ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় আরও ৩০৪ জনের করোনা শনাক্ত

রাজ টাইমস ডেস্ক

১৯ জুন ২০২২ ০৪:১০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ৩০৪ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৮২ জনই ঢাকা জেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৭৩১ জন।

তবে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এর ফলে মৃতের সংখ্যাও আর বৃদ্ধি পায়নি। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ১৩১ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে মোট ৫ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। এসময় ৫ হাজার ১২২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৫.৯৪ শতাংশ।

দেশে মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৭৬ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৭৫৮ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে গত ৩০ মে সর্বশেষ করোনায় ১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২৩ মে করোনায় ২ জনের মৃত্যু হয়েছিল।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]