04/23/2025 নিষ্ক্রিয় করা হলো শহীদ মিনারে রাখা ‘বোমাসদৃশ বস্তু’
রাজটাইমস ডেস্ক
২০ জুন ২০২২ ০৬:০৬
নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনে শহীদ মিনারের বেদীতে রাখা বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করা হয়েছে।
রবিবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে র্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিট এটি নিষ্ক্রিয় করে। প্রাথমিকভাবে এটাকে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খোলাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান কালু জানান, রবিবার (১৯ জুন) সকালে স্থানীয়রা ওই পথ দিয়ে যাওয়ার সময় শহীদ মিনারের বেদীতে বোমা সদৃশ বস্তুটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাটি ঘিরে ফেলে। এরপর সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা ওই বস্তুটি দেখতে পাওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার শত শত নারী-পুরুষ সেটা দেখতে ভিড় করেন।