10109

04/10/2025 আবারও বাড়ছে সংক্রমণ, ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৯৬

আবারও বাড়ছে সংক্রমণ, ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৯৬

রাজটাইমস ডেস্ক

২০ জুন ২০২২ ০৬:২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার বেড়ে হয়েছে ৭.৩৮ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৫.৯৪ শতাংশ এবং ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন।

গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩৮ শতাংশ।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ৩০ মে করোনায় ১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২৩ মে করোনায় ২ জনের মৃত্যু হয়েছিল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]