1015

03/18/2025 এইচএসসির বিষয়ে সিদ্ধান্ত ২৪ সেপ্টেম্বর

এইচএসসির বিষয়ে সিদ্ধান্ত ২৪ সেপ্টেম্বর

রাজটাইমস ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪৬

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে দেশে স্তিমিত হয়ে আছে শিক্ষা কার্যক্রম। স্তিমিত কার্যক্রমে আটকে আছে এইচএসসি ও সমমান পরীক্ষাও।

পরীক্ষা সম্পন্ন করার সকল প্রস্তুতি থাকলেও কবে নাগাদ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয় নি। পরীক্ষা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনলাইন বৈঠকে বসবে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। সভায় উপস্থিত থাকবেন সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

স্বাস্থ্যবিধি মেনে সব পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানান আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিলে পরীক্ষা গ্রহণ শুরু করবো। পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সব শিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনার পর একটি প্রস্তাব তৈরি করবো।  

এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভা ডাকা হয়েছে জানান মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ।

মহামারী বিরাজমান পরিস্থিতিতে পরীক্ষা হওয়া বা না হওয়া মূলত নির্ভর করছে মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। এছাড়া করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের ওপর ও কিছুটা নির্ভর করছে।

উল্লেখ্য, দেশে মহামারী প্রাদুর্ভাব শুরুর আগে, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। করোনা মহামারির কারণে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। গত ২২ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় যা আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। খবর-বাংলাদেশ প্রতিদিন।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]