10191

04/20/2024 রাজশাহীতে অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া

রাজশাহীতে অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া

রাজ টাইমস ডেস্ক

২৭ জুন ২০২২ ০৭:৩৩

রাজশাহী নগরীর আরডিএ মার্কেটে অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ারা সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর দপ্তরের উদ্যোগে রোববার সকালে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে আরডিএ’র পুনর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতি।

মহড়ায় নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগের উপ-পরিচালক মামুন মাহমুদ। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক দিদারুল আলম ও উপ-সহকারী পরিচালক জাকির হোসেন।

মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ। আরডিএ মার্কেটে আগুন লাগলে কীভাবে উদ্ধার তৎপরতা চালানো হবে সে বিষয়ে মহড়া দেখানো হয়। এ সময় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]