10213

05/01/2024 মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি কাপড়ের জনপ্রিয়তা

মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি কাপড়ের জনপ্রিয়তা

রাজটাইমস ডেস্ক

২৯ জুন ২০২২ ০৪:৫১

বাংলাদেশি কাপড়ের জনপ্রিয়তা বাড়ছে মধ্যপ্রাচ্যে। সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের বিখ্যাত শপিংমলগুলোর অভিজাত শোরুমগুলোতে দেশীয় ডিজাইন জনপ্রিয় হয়ে উঠছে বিদেশিদের কাছে।

বিশ্বের নামিদামি প্রায় সব ব্র্যান্ডের পোশাক পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে। তবে দেশীয় পোশাকের চাহিদাও কম নয় দেশটিতে। প্রবাসীদের পাশাপাশি বিদেশিদের কাছেও দিনদিন জনপ্রিয় হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক। দুবাইয়ের বিখ্যাত শপিংমলগুলোতে নিজেদের পণ্য ছড়িয়ে দিতে শোরুম খুলেছে দেশীয় ব্র্যান্ড ‘জেন্টল পার্ক’।

মধ্যপ্রাচ্যের বিখ্যাত শপিংমল ইবনে বতুতা মল, সারজা সিটি সেন্টার, বারজুমান সেন্টার, রোলা স্কয়ার, দুবাইয়ের প্রাণকেন্দ্র আল গোড়াইর সেন্টারে জেন্টেল পার্কের শো-রুমগুলোতে বাংলাদেশি পণ্যের জন্য ভিড় করছেন বিদেশি ক্রেতারা।

তরুণ উদ্যোক্তা ও জেন্টল পার্কের চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, ‘আমি বেশ কিছুদিন ধরে এখান থেকে বাংলাদেশি পণ্য কিনছি। সত্যি বলতে বাংলাদেশের তৈরি পোশাকের প্রতি আমার মায়া বেড়ে চলেছে। কোয়ালিটি এবং ডিজাইনের দিক দিয়ে বাংলাদেশি পণ্যের তুলনা হয়না।’

দুবাই বা সারজা নয়, মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে বিদেশি পণ্যের ভিড়ে দেশীয় পণ্যের শ্রেষ্ঠত্বের লড়াই এখন চোখে পড়ার মতো। বাংলাদেশ থেকে সরাসরি গার্মেন্টস পণ্য আমদানি ও গুণগত মান বজায় থাকলে মধ্যপ্রাচ্যের ক্রেতাদের কাছে বিশ্বের অন্যান্য ব্র্যান্ডের পাশাপাশি বাংলাদেশের পণ্য এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]