10220

03/14/2025 স্বাস্থ্য ও জীবন বীমার আওতায় রাবি শিক্ষার্থীরা রাবি প্রতিনিধি:

স্বাস্থ্য ও জীবন বীমার আওতায় রাবি শিক্ষার্থীরা রাবি প্রতিনিধি:

রাবি প্রতিনিধি

২৯ জুন ২০২২ ০৫:৫১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিয়মিত সকল শিক্ষার্থীকে স্বাস্থ্য ও জীবন বীমা প্রকল্পের আওতায় আনা হয়েছে। এককালীন বছরে ২৫০ টাকার বিনিময়ে তালিকাভুক্ত যেকোনো হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বীমা প্রকল্প সংক্রান্ত তথ্য উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে উপ-উপাচার্যদ্বয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষক-শিক্ষার্থীসহ জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বলা হয়, রাবিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের বীমা ও জীবন বীমা প্রকল্পটি ১ জুলাই হতে শুরু হবে। এর প্রেক্ষিতে সকল নিয়মিত শিক্ষার্থীদের বাৎসরিক প্রিমিয়াম ২৫০ অবশ্যই ভর্তি ফি এর সাথে প্রদান করতে হবে।


বীমার আওতায় একজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ হাজার টাকা পাবেন। এই টাকা প্রতি ৩ মাস পরপর বছরে ৪ বার পেতে পারেন। কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তার অভিভাবক ২ লক্ষ টাকা পাবেন।

এছাড়া, বহির্বিভাগে চিকিৎসার ক্ষেত্রে একজন শিক্ষার্থী বছরে বিশ হাজার টাকা পাবেন। একদিনের বিল হলেও ২০,০০০ টাকা পাবেন। আবার প্রতিমাসে বা একাধিকবার কনসালটেন্সি ফি, মেডিকেল ফি, প্যাথলজি ফি ইত্যাদি বাবদও এ অর্থ নিতে পারবেন। কোন সদস্যের মৃত্যু হলে অথবা ছাত্রত্ব শেষ হলে বীমা ঝুঁকির পরিসমাপ্তি হবে।


বীমা প্রকল্পে অংশ নিতে সকল নিয়মিত শিক্ষার্থীদের ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং রকেট এ্যাকাউন্ট বা ব্যাংক একাউন্ট খুলতে হবে। অনলাইন পদ্ধতিতে বীমা দাবীর প্রক্রিয়াটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd)-তে পাওয়া যাবে।

উল্লেখ্য প্রকল্পটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের যৌথ চুক্তিতে চলবে।

তারিকুল ইসলাম তৌফিক
রাজশাহী বিশ্ববিদ্যালয়
২৮.০৬.২০২২

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]