10247

04/20/2025 নাটোরে বন্ধুকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরে বন্ধুকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

রাজ টাইমস ডেস্ক

১ জুলাই ২০২২ ০৪:২২

নাটোরের লালপুরে ভটভটিচালক জুয়েল হত্যা মামলায় তার ঘনিষ্ঠ বন্ধু মাসুদ রানাকে যাবজ্জীবন কারাদণ্ড ও তার অপর দুই ভাইকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এ রায় প্রদান করেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন দুপুরে ভটভটি চালক জুয়েলকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় তার বন্ধু মাসুদ রানা। পরে রাত ১০টার দিকে জুয়েল ফিরে না এলে পরিবারের লোকজন মাসুদ ও জুয়েলকে খোঁজ করেন।

এরপর রাতে মাসুদের ভাই বাড়িতে গিয়ে জানায় লালপুরের মঞ্জিলপুকুর কৃষি ও কারিগরি কলেজের পাশে সড়কে ডাকাতের হামলায় জুয়েল মারা গেছে।

খবর পেয়ে জুয়েলের বাবাসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে মঞ্জিলপুকুর কৃষি ও কারিগরি কলেজের পাশের ফাঁকা জমিতে জুয়েলের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত জুয়েলের বাবা জহুরুল ইসলাম বাদী হয়ে ঘটনার পরদিন লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের বন্ধু একই এলাকার রয়েজ মুন্সির ছেলে মাসুদ রানা ও তার দুই সহোদর আয়নাল ও মুকুলকে অভিযুক্ত করে।

নাটোর জজকোর্টের রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফুর রহমান সরকার বলেন, দীর্ঘ ৬ বছর মামলার সাক্ষ্যগ্রহণ শেষে মামলার অভিযুক্ত মাসুদ রানাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। এ সময় বিচারক অপর দুই অভিযুক্ত আয়নাল ও মুকুলের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাদের খালাস প্রদান করেন। মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নিহত জুয়েলের পরিবার।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]