10254

04/20/2025 রাজশাহীতে হেরোইনসহ গ্রেপ্তার ৫

রাজশাহীতে হেরোইনসহ গ্রেপ্তার ৫

রাজ টাইমস ডেস্ক

১ জুলাই ২০২২ ০৫:০৫

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর দরগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বুধবার দিবাগত রাতে এ অভিযান চালান।

গ্রেপ্তার পাঁচজন হলেন- রবিউল ইসলাম বাবু (৪০), জাহাঙ্গীর আলম বাচ্চু (৪৭), আক্তারুল ইসলাম (৩০), মো. নাজির (৩০) ও শরিফুল ইসলাম দুলাল (৩৫)। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার পাঁচজন চিহ্নিত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]