10274

07/24/2025 রাজশাহীতে বাড়ছে করোনা সংক্রামন

রাজশাহীতে বাড়ছে করোনা সংক্রামন

নিজস্ব প্রতিবেদক

৪ জুলাই ২০২২ ০৪:৩৭

রাজশাহীতে আবারও বাড়ছে করোনা সংক্রামনের হার। গত শনিবার ১৫ জন এবং রোববার ১৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। রোববার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) আরটিপিসিআর ল্যাবে আক্রান্তদের নমুনা পরীক্ষা করোনা পজিটিভ পাওয়া যায়।

রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে তথ্যমতে, রোববার রামেক আরটিপিসিআর ল্যাবে ৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজেটিভ এসেছে ১৪টি নমুনা। যা শনাক্তের হার ১৬ দশমিক ৬৬ শতাংশ। এর আগের দিন শনিবার রাজশাহীর ১৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।

এর আগে শুক্রবার ল্যাব বন্ধ থাকায় পরীক্ষা হয়নি। তবে গত বৃহস্পতিবার এ ল্যাবে রাজশাহী জেলার ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। যার শনাক্তের হার ছিল ২০ দশমিক ৮৩ শতাংশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com