10284

01/02/2026 জন্মদিনে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১

জন্মদিনে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১

রাজ টাইমস

৬ জুলাই ২০২২ ০৫:০৩

জন্মদিনে মো. সানি (১৭) নামের এক স্কুলছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ জুলাই) রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আনিম (১৮) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আনিম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া উপজেলার সাধুর মোড় এলাকার আকবর আলীর ছেলে।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার মো. সাজিদ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ ও সহকারী পুলিশ কমিশনারের (বোয়ালিয়া মডেল থানা) দিক নির্দেশনায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

এর আগে, রোববার রাত ১০টার দিকে পূর্বশত্রুতার জেরে রাজশাহী নগরের হেতেম খাঁ সবজিপাড়া এলাকায় সানিকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত সানি রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম ওরফে পাখির ছোট ছেলে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়ি নগরের বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]