04/04/2025 ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, কমেছে শনাক্ত
রাজটাইমস ডেস্ক
৯ জুলাই ২০২২ ০৫:২৪
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৯৫ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৮০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৬১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগেরদিন করোনায় তিনজনের মৃত্যু ও ১ হাজার ৭৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ৮৯০ জন। দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮৮ হাজার ১০১ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১১ হাজার ৩৬৭ জন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।