04/23/2025 বাঘায় নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার
রাজটাইমস ডেস্ক
৯ জুলাই ২০২২ ০৫:৩০
বাঘায় নিখোঁজের ৩ দিন পর পদ্মা নদী থেকে রাজিব নামে এক স্কুল ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৮ জুলাই) উপজেলার কলিগ্রাম এলাকার পদ্মা নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার চকছাতারী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রাজিব হোসেন (১৫) বুধবার (৬ জুলাই) দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। বিভিন্নস্থানে খোঁজ করে না পাওয়ায় ওইদিন তার বোন চায়না খাতুন বাদি হয়ে বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এই ডায়েরি করার তিনদিন পর শুক্রবার কলিগ্রামের পদ্মা নদী থেকে রাজিবের লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে রাজিবের নানু সুরাজান বেগম বলেন, বাড়িতে কেউ থাকে না। আমি মেয়ের বাড়ি থাকি আর নাতি রাজিবকে দেখাশুনা করি। কিন্তু ফোন কেনার পর সে মাঝে মধ্যে তার বন্ধুদের সঙ্গে বিকেল হলেই এখানে সেখানে ঘুরে বেড়াতো। অন্যদিনের মতো বুধবার দুপুরের খাবার খাওয়ার পর সে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, তার গলা এবং মুখের মধ্যে দড়ি ছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তাকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। আমরা লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।