1032

09/20/2024 ভেনিসের কাউন্সিলর হলেন বাংলাদেশের আফাই আলী

ভেনিসের কাউন্সিলর হলেন বাংলাদেশের আফাই আলী

রাজটাইমস ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২০ ১৬:৫৮

পোপের শহর ভেনিসের সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে জয় পেয়েছে বাংলাদেশী আফাই আলী।

ইতালির পর্যটন নগরীটিতে ২০-২১ সেপ্টেম্বর দুদিনব্যাপী এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৩ সেপ্টেম্বর এর ফল ঘোষণা করা হয়।

ইতালির সরকারের শরিক দল বামপন্থী ডেমোক্র্যাটিক পার্টির (পিডি) হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন আফাই আলী। তিনি ১১০ ভোট পেয়ে কাউন্সিলর পদে জয় পেয়েছেন।

এই প্রথম কোন বাংলাদেশী ইউরোপের দেশটিতে প্রথমবারের মতো কোনো মূলধারার রাজনীতিতে এসে জয়লাভ করে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন।

আফাই আলী তার এই সুযোগ কাজে লাগিয়ে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন এমনটাই আশা ইতালী প্রবাসীদের।

আফাই আলী ছাড়াও আরও দুই বাংলাদেশি অংশগ্রহণ করেন। তাদের মধ্যে একজন মানোয়ার ক্লার্ক, অন্যজন হুমায়ুন আব্দুল।

তারাও জয়ের কাছাকাছি গিয়ে হারলেন। প্রবাসীরা বলছেন, এ বিজয় শুধু আফাইয়ের নয়, গোটা বাংলাদেশের।

নির্বাচনে অংশগ্রহণ করা বাংলাদেশী কাউন্সিলর প্রার্থী মনোয়ার ক্লার্ক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমাকে বিশ্বাস ও ভালোবেসে ভোট দেয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞ। এই নির্বাচনের মাধ্যমে অনেক অভিজ্ঞতা এবং অনেক মানুষকে চেনাজানা হয়েছে, ভবিষ্যতে তা কাজে দেবে।

বাংলাদেশীরা ২০১৫ সালে ইতালির নির্বাচনে সর্বপ্রথম অংশগ্রহণ করে ২০২০ সালে এসে সফলতা লাভ করে।

ভেনিসের নির্বাচিত কাউন্সিলর আফাই আলীর দেশের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর। ফল ঘোষণা আসার পর প্রবাসী বাংলাদেশিরা বিজয়ী আফাইকে শুভেচ্ছা জানান। খবর-যুগান্তর

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]