10344

04/26/2025 টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

১৪ জুলাই ২০২২ ০৫:৫৮

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ইতোমধ্যে শুরু হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি।

এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত টাইগারদের। হারলে সিরিজে ফিরবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তখন সিরিজের শেষ ম্যাচটি হবে ‘অঘোষিত’ ফাইনাল। তবে অঘোষিত সেই ফাইনাল পর্যন্ত অপেক্ষায় থাকতে নারাজ বাংলাদেশ দল।

এই ম্যাচ শুরুর আগের দিন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, আমরা শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করব না। যেহেতু আমাদের জন্য একটা বড় সুযোগ আছে, দ্বিতীয় ম্যাচ জিতলেই আমরা রিল্যাক্স করতে পারব যে সিরিজ জিতেছি, এজন্য অবশ্যই জিততে হবে ম্যাচ।

প্রথম ওয়ানডেতে খেলা তাসকিন আহমেদের পরিবর্তে আজ দ্বিতীয় ম্যাচে একাদশে ফেরানো হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে।

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]