04/20/2025 বিশ্বজিৎ হত্যা : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলাউদ্দিন কারাগারে
রাজটাইমস ডেস্ক
১৭ জুলাই ২০২২ ০৬:০৬
আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলাউদ্দিনকে (৩৫) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৬ জুলাই) দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে তোলা হলে বিচারক অলরাম কার্জী এ রায় দেন।
আলাউদ্দিন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছোটধাপ গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে বগুড়ার শিবগঞ্জের মোকামতলা বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দিবাগত রাতেই শিবগঞ্জ থানা পুলিশ পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন।
এদিকে ২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎ দাসকে ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় করা মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২১ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিশ্বজিৎ হত্যা মামলার রায় ঘোষণার পর থেকেই আলাউদ্দিন বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন। গত ৭ জুলাই সে তার স্ত্রীসহ ঈদের ছুটিতে বগুড়ার মোকামতলা বন্দরে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।