10376

04/20/2025 মৃত ও আহত বান্ধবীদের ফেলে রেখে পালায়নকালে আটক-৩

মৃত ও আহত বান্ধবীদের ফেলে রেখে পালায়নকালে আটক-৩

রাজটাইমস ডেস্ক

২০ জুলাই ২০২২ ০৪:১৫

ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মাতাল অবস্থায় মৃত ১ বান্ধবী ও আহত ২ বান্ধবীকে ফেলে রেখে পালানোর সময় টোল প্লাজার সামনে ৩ বন্ধুকে আটক করেছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ।

সোমবার গভীর রাতে ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বেপরোয়া ও দ্রুত গতিতে মোটর সাইকেল ভ্রমনে এসে ২ বান্ধবীকে নিয়ে দুর্ঘটনায় পতিত হয় ৩ যুবক।

এসময় নিহত এক ও আহত দুই বান্ধবীকে এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে পালানোর চেষ্ঠা করে মাতাল ঐ ৩ যুবক। পরে পদ্মাসেতু পার হওয়ার সময় চেকপোস্টে বাধে বিপত্তি। তাদের শরীরে কাটা ছেড়া ও রক্তের দাগ দেখে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ এ ৩ যুবককে আটক করে।

গভীর রাতে এক্সপেসওয়ের শ্রীনগরের উমপাড়া এলাকা থেকে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ নিহত বৃষ্টি(২৭) ও আহত জান্নাতুল ফেরদৌসকে(২৭) উদ্ধার করে আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এমন সময় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ২ নারীর বন্ধু এসএম আহসান রবি(২৯)কে চিকিৎসার জন্য এই হাসপাতালে নিয়ে আসলে আহত বান্ধবী তাকে সনাক্ত করে পুলিশের সাহায্য কামনা করেন। পরে পুলিশ তিন যুবককে আটক করেন।

আহত বান্ধবী ও স্থানীয়রা জানায়, রাত ১ টার দিকে বৃষ্টি(২৭)ও জান্নাতুল ফেরদৌস(২২)কে নিয়ে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে ৩ বন্ধু এসএম আহসান রবি(২৯), মোশারফ হোসেন (৩২) ও সুমন(৩২) মোটরসাইকেলে যোগে মাওয়ার দিকে রওনা দেয়। রাত ২টার দিকে তারা শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় বেপরোয়া গতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ব্যারিকেডে ধাক্কায় দুর্ঘটনায় পতিত হয়।

এতে নিহত হয় বৃষ্টি (২৭) ঘটনাস্থলেই মৃত্যুবরন করে। বাকী ৪ জনও আহত হয়। এসময় ৩ বন্ধু আহত জান্নাতুলকে বৃষ্টির পাশে রেখে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে তারা পদ্মা সেতুর উত্তর টোল প্লাজায় আটক হয়। ২ বান্ধবীর বাড়ি ঢাকার বাড্ডা এলাকায়। আটক আহসান হাবিব রবির বাবার নাম এসএম শাহজাহান।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাতেই আহত জান্নাতুলকে ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

হাসাড়া হাইওয়ে থানা পুলিশের এসআই জহিরুল বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যরাতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় এক্সপ্রেসওয়ে থেকে ১জন নিহত ও অপর ১ আহত নারীকে উদ্ধার করি। এসময় তাদের সাথে কোন যানবাহন ছিল না। আহত নারীকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে পদ্মা সেতুর উত্তর থানা পুলিশ টোলপ্লাজা অতিক্রমের চেষ্টাকালে আটক হওয়া ৩ যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। ১ ব্যক্তির হাতপায়ে কাটা ছেঁড়া ছিল। আহত নারী তাকে দেখে সনাক্ত করেন এই ৩ জনই তাদের বন্ধু।

নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মাহিয়া জানান, রাত ৩টার দিকে দুর্ঘটনায় আহত নারীকে হাসাড়া হাইওয়ে পুলিশ হাসপালে নিয়ে আসে। একই সময় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ৩জন যুবককে হাসপালে নিয়ে আসে। এরা হলেন এহসান, মোশারফ হোসেন ও সুমন। আহত নারীকে রাজধানীর মিটফোর্ট হাসপালে রেফার্ড করা হয়েছে।

পদ্মাসেতু উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন বলেন, রাতে সেনাবাহিনী দুজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড দেয়া হয়েছে। অপরদের হাসাড়া হাইওয়ে পুলিশ নিয়ে গেছে ঐ থানায় মামলা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]