10415

03/13/2025 আবাসিক হোটেলে সিট খুঁজতে গিয়ে ছিনতাইয়ের কবলে রাবি শিক্ষার্থী

আবাসিক হোটেলে সিট খুঁজতে গিয়ে ছিনতাইয়ের কবলে রাবি শিক্ষার্থী

রাবি প্রতিনিধি

২৩ জুলাই ২০২২ ২১:৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবাসিক হোটেলে সিট খুঁজতে গিয়ে ছিনতাই ও মারধরের শিকার হয়েছে দুলাল সরকার (২০) নামের এক শিক্ষার্থী।

শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে রাজশাহী লক্ষীপুরের আলিগঞ্জ পশ্চিম পাড়া এলাকায় এমন ছিনতাই ও মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাসা কুড়িগ্রাম জেলায় নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাবির ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে রাখার জন্য আবাসিক হোটেলে সিট খুঁজতে গিয়েছিল দুলাল। এসময় হোটেলে সিট দেওয়ার কথা বলে একদল ছিনতাইকারী দুলালকে ডেকে নিয়ে আড়ালে নিয়ে ব্যাপক মারধর করে এবং সাথে থাকা মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। ভুক্তভোগীকে মারধর করে রাস্তায় ফেলে রেখে চলে যায় ছিনতাইকারীরা। ভুক্তভোগী মাথায় প্রচন্ড আঘাত করা হয়। গুরুত আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তাকে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বর্তমান অবস্থা জানতে চাইলে তার বড় ভাই হুমায়ুন কবীর বলেন, দুলাল এখন কথা বলার অবস্থায় নেই। তার অবস্থা খুবই খারাপ। তার মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার ফলে সে এখন সেন্সলেস অবস্থায় আছে।

এসময় ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, আমি বিষয়টি জেনেছি এবং আমরা খোঁজ খবর রাখছি। সে মাথায় ও হাতে আঘাত পেয়েছে আমরা তার চিকিৎসা ব্যবস্থা করছি। মাথায় সিটি স্ক্যান করা হয়েছে এখনো রিপোর্ট আসেনি। রিপোর্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ব্যবস্থা নিবো।

তিনি আরও বলেন, আমরা তিনজন অভিযুক্তের পরিচয় উদঘাটন করতে পেরেছি। তাদের যতদ্রুত সম্ভব গ্রেফতার করার জন্য মতিহার থানায় বলা হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]