10423

04/27/2025 ফখরুল-রিজভীর বিরুদ্ধে থানায় অভিযোগ আ.লীগ নেতার

ফখরুল-রিজভীর বিরুদ্ধে থানায় অভিযোগ আ.লীগ নেতার

রাজটাইমস ডেস্ক

২৪ জুলাই ২০২২ ০৪:৩২

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘অশালীন ও উসকানিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজনের বিরুদ্ধে পল্টন থানায় মামলার আবেদন করেছেন এক আওয়ামী লীগ নেতা।


ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন বৃহস্পতিবার রাতে ওই অভিযোগ করেন। এ তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আব্দুল আহাদ।

পল্টন থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আমরা অভিযোগ রেখেছি। সিনিয়রদের সঙ্গে কথা বলে এবং তাদের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হলে তা ডিজিটাল নিরাপত্তা আইনে হবে।
রিয়াজ উদ্দিনের অভিযোগনামায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল সিকদার, যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রবিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ।

তাদের বিরুদ্ধে অভিযোগ, ১৬ ও ১৭ জুলাই প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে তারা ‘প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন এবং রাষ্ট্রবিরোধী উসকানিমূলক’ বক্তব্য দেন।

তা ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীকেও উদ্দেশ্যে করেও তারা ‘মানহানিকর বক্তব্য’ দেন বলে অভিযোগ করেছেন রিয়াজ উদ্দিন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]