10428

04/23/2025 বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে

বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে

রাজটাইমস ডেস্ক

২৪ জুলাই ২০২২ ০৪:৫৪

ক্যালেন্ডারের পাতায় আষাঢ় পেরিয়ে চলছে শ্রাবণ। তবুও দেখা নেই বৃষ্টির। তাই বৃষ্টির আশায় গ্রামবাংলার প্রাচীন রীতি পালন করে নওগাঁর নিয়ামতপুরে দেওয়া হলো ব্যাঙের বিয়ে। উপজেলার চন্দননগর ইউনিয়নের জয়পুর গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা অভিনব কায়দায় এ ব্যাঙের বিয়ের আয়োজন করেন।

শুক্রবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে নরনারীরা গায়ে রং মেখে নেচেগেয়ে বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। ব্যাঙ বর-কনের বিয়ে পড়ান স্থানীয় পুরোহিত শ্রী বৈশাখ পাহান।

আয়োজকরা জানান, প্রবাদ বাক্য রয়েছে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়। তাই বৃষ্টির আশায় গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা অভিনবভাবে এ বিয়ের আয়োজন করেন।

চলমান খরায় রোপা আমনের মাঠ প্রস্তুত করতে পারছেন না কৃষকরা। মাঠে আঊশের ক্ষেতেও সেচ সংকট প্রকট আকার ধারণ করেছে। ফেটে চৌচির হয়ে পড়ছে মাঠ।

পুরোহিত বৈশাখ পাহান বলেন, অনাবৃষ্টি ও খরা থেকে মুক্তি পেতে প্রথমে শিশুরা এই ব্যাঙের বিয়ের উদ্যোগ গ্রহণ করলেও তা পরে উৎসবে রূপ নেয়। বড়রাও যোগ দেন। আমাদের বিশ্বাস এই ব্যাঙের বিয়ের মধ্য দিয়ে অনাবৃষ্টি ও খরা কেটে যাবে।

স্থানীয় বাসিন্দা বৈশাখ পাহান বলেন, অতীতেও এভাবে ব্যাঙের বিয়ে দেওয়ার পর জলের দেখা মিলেছিল। এবারো সেই আশা থেকেই এ আয়োজন করা হয়েছে। গতবার ব্যাঙের বিয়ের দিন দুপুর থেকেই বৃষ্টি হয়েছিল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]