1044

09/20/2024 করোনার ধকল সামলাতে সার্কের সহযোগিতার আহবান পররাষ্ট্রমন্ত্রীর

করোনার ধকল সামলাতে সার্কের সহযোগিতার আহবান পররাষ্ট্রমন্ত্রীর

রাজটাইমস ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২০ ২০:০৯

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রভাব মোকাবেলায় মহামারী উত্তর পরিস্থিতিতে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একসঙ্গে কাজের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতাকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সার্কভুক্ত দেশ সমূহের ভার্চুয়ালি অনুষ্ঠিত ১৭তম অনানুষ্ঠানিক কাউন্সিল অব মিনিস্টার্সের এক সভায় তিনি এ আহবান জানান।

ভার্চুয়াল বৈঠকে আবদুল মোমেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন তথা দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর একসঙ্গে কাজ করার মাধ্যমে সম্মিলিত কল্যাণ সাধন করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে পুনরায় বাংলাদেশে সার্ক জনস্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাবনাটি তুলে ধরে বলেন প্রস্তাবনাটি কার্যকর হলে পরবর্তীকালে করোনার মতো যে কোনো জনস্বাস্থ্য দুর্যোগ মোকাবেলায় সার্কভুক্ত সব দেশের জন্য সহায়ক হবে।

পররাষ্ট্রমন্ত্রী এই সংস্থাটিকে কার্যকর করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের এই বছরে সার্ক ফোরামকে শক্তিশালীকরণের আহবান জানান।

আট দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে বৈঠকে সভাপতিত্ব করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গিওয়ালির।

বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার প্রসঙ্গ উঠে আসে। এ সময় মন্ত্রীরা তাদের প্রচেষ্টাগুলোকে পর্যালোচনা করেন এবং করোনাকালে এ সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বিনিয়োগ খাতকে আলাদা আলাদা গুরুত্ব দেয়ার আহবান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা সহযোগিতার আরও নতুন নতুন ক্ষেত্র ও সুযোগ যেমন তৈরি করবে তেমনি বর্তমানে অনেক ক্ষেত্রকেও আংশিকভাবে বা পুরোপুরি অপ্রাসঙ্গিক বানিয়ে ফেলবে। এজন্য করোনা পরবর্তী সময়ে খাদ্য ও কৃষি, জনস্বাস্থ্য, আইসিটি, বাণিজ্য ও বিনিয়োগ খাতে আলাদা গুরুত্ব দিতে হবে।

এছাড়া আবদুল মোমেন সার্কের গতিশীলতা আনয়নে পররাষ্ট্র সচিব পর্যায়ের মতো কিছু কার্যকরী বৈঠক অনুষ্ঠানের প্রতি সার্কের অন্যান্য দেশের মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন; যেখানে সার্কের নিম্নপর্যায়ের কার্যকরী অঙ্গসংস্থাগুলোর জমে থাকা সুপারিশগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে। খবর-যুগান্তর

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]