1045

03/17/2025 ২৪ ঘন্টায় বিভাগে আক্রান্ত ৩৯

২৪ ঘন্টায় বিভাগে আক্রান্ত ৩৯

রাজটাইমস ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২০ ২২:৫২

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতি ক্রমান্বয়ে ভালোর দিকে রাজশাহী জেলায়।স্বাস্থ্যবিভাগের হিসাব অনুযায়ী রাজশাহী জেলায় টানা ২৪ দিন করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর এ জেলায় একজনের মৃত্যু হয়। এর আগে ৩০ আগস্ট এক রোগীর মৃত্যু হয়েছিল। রাজশাহী জেলায় এখন করোনায় মৃত্যুর সংখ্যা ৪২।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিভাগের করোনা পরিস্থিতি সম্পর্কে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, বিভাগে এখন মোট মৃত্যুর সংখ্যা ২৯৪ জন। এর মধ্যে বৃহস্পতিবার নওগাঁয় একজনের মৃত্যু হয়েছে। এই জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ২১ জন। বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ ১৭৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নাটোরে নয়জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

বিভাগের নিয়মিত হেলথ আপডেটে তিনি জানান, গত ২৪ ঘন্টার বিভাগে নতুন ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জে পাঁচজন, নাটোরে ছয়জন, বগুড়ায় তিনজন এবং সিরাজগঞ্জ ও পাবনায় পাঁচজন করে শনাক্ত হয়েছেন।

এখন পর্যন্ত রাজশাহী বিভাগে করোনায় সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৭৭০ জন। এর মধ্যে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৯১১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৭১ জন, নওগাঁয় এক হাজার ২৮৩ জন, নাটোরে ৯৭৮ জন, জয়পুরহাটে এক হাজার ৬৯ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৪০ জন এবং পাবনায় এক হাজার ১১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘন্টায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৪৪ জন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, নওগাঁয় তিনজন, নাটোরে ২৫ জন, জয়পুরহাটে ১৮ জন, বগুড়ায় ৩০ জন এবং সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় তিনজন সুস্থ হয়েছেন।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]