10455

04/20/2025 ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে : হাইকোর্ট

ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে : হাইকোর্ট

রাজটাইমস ডেস্ক

২৭ জুলাই ২০২২ ০৪:২২

দেশের ব্যাংক খাতে বড় বড় অপরাধ সংগঠিত হচ্ছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট বিভাগ।

এ সংক্রান্ত এক মামলার শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ মন্তব্য করেন।

শুনানির একপর্যায়ে আদালত বলেন, সবচেয়ে সাংঘাতিক ক্রাইম হচ্ছে ব্যাংকে। ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে। দেশটাকে পঙ্গু করে দিচ্ছে। এভাবে চললে দেশ এগোবে কীভাবে বলে প্রশ্ন তুলেন আদালত। ঋণ জালিয়াতি-সংক্রান্ত দুর্নীতির এই মামলায় ইসলামী ব্যাংকের চার কর্মকর্তা হাইকোর্টে হাজির হয়ে আজ আগাম জামিন চান। শুনানিকালে আসামিদের আদালত বলেন, ‘আপনাদের ভেতরে (জেলে) পাঠাতাম, তবে টাকার পরিমাণ কম হওয়ায় আত্মসমর্পণের সুযোগ দেয়া হচ্ছে।’

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী ফৌজিয়া আক্তার।

শুনানির পর আদালত আগামী চার সপ্তাহের মধ্যে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও দুদকের পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট মো. খুরশীদ আলম খান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]