10458

03/14/2025 কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

রাজটাইমস ডেস্ক

২৭ জুলাই ২০২২ ০৪:৩৪

ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর কেন্দ্রস্থলে একটি রাস্তায় বসে বিক্ষোভ করার সময় তাকে আটক করা হয়।

এদিকে, তার মা সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এর আগে কংগ্রেস নেতা অসংখ্য পুলিশ সদস্য বেষ্টিত সংসদ এবং শীর্ষ সরকারি অফিসগুলোর কাছে রাজপথে বসে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং জিএসটি থেকে শুরু করে বিরোধী নেতাদের তদন্ত সংস্থাগুলো লক্ষ্যবস্তু বানানোসহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করছিলেন।

প্রায় ৩০ মিনিট ধরে চলা বিক্ষোভের পরে কংগ্রেসের পার্লামেন্ট সদস্যকে পুলিশ সদস্যরা আটক করে বাসে তোলেন। তার সঙ্গে দলটির আরও কয়েকজন পার্লামেন্ট সদস্যকে আটক করা হয়।

রাহুল গান্ধী আটক হওয়ার আগে বলেন, ভারত একটি পুলিশি রাষ্ট্র। (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদি হলেন এর রাজা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]