10462

04/19/2024 ইন্টারনেট ছাড়াই চলবে জিমেইল

ইন্টারনেট ছাড়াই চলবে জিমেইল

রাজটাইমস ডেস্ক

২৭ জুলাই ২০২২ ০৪:৫২

যারা দৈনন্দিন জীবনে জিমেইল ব্যবহার করেন তাদের জন্য দারুণ খবর। এবার জিমেইল ব্যবহার করা যাবে ইন্টারনেট ছাড়াই।

ইন্টারনেট ছাড়া জিমেইলে পুরোনো মেইল পড়ার পাশাপাশি নতুন মেইলও পাঠানো যাবে। যদিও নতুন ই–মেইল পাঠানোর সাথে সাথে পৌছবে না প্রাপকের ঠিকানায়। এর জন্য অপেক্ষা করতে হবে পুনরায় ইন্টারনেট–সংযোগ চালু হওয়া পর্যন্ত।

চলুন জেনে নেয়া যাক অফলাইনে জিমেইল ব্যবহার করার উপায়-

  • প্রথমে https://mail.google.com/mail/u/0/#settings/offline ঠিকানায় প্রবেশ করতে হবে।
  • এবার Enable offline mail অপশনের পাশে টিক চিহ্ন দিতে হবে।
  • এখানে After logging out of my Google account–এর নিচে থাকা যেকোনো একটি অপশন নির্বাচন করতে হবে।
  • এবার Keep offline data on my computer নির্বাচন করলে জিমেইল থেকে লগআউট হলেও কম্পিউটারে তথ্য থেকে যাবে।
  • আর যদি Remove offline data from my computer নির্বাচন করেন, তাহলে জিমেইল থেকে লগআউট হলেই অফলাইনে করা কাজের তথ্য মুছে যাবে।
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]