03/13/2025 রাবিতে দ্বিতীয় দিনে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯০ শতাংশ
রাবি প্রতিনিধি
২৭ জুলাই ২০২২ ০৬:১৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার(২৬ জুলাই) অনুষ্ঠিত হয়। এদিন ইউনিট-‘এ’(মানবিক) প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে শেষ হয় সকাল ১০টায়, ২য় শিফটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১২টায়, ৩য় শিফটের পরীক্ষা দুপুর ১টা থেকে ২টা এবং ৪র্থ শিফটের পরীক্ষা বিকেল ৩:৩০ মিনিট থেকে ৪:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের শিফট ভিত্তিক পরীক্ষার্থী ছিলো যথাক্রমে ১৬ হাজার ৮১০, ১৬ হাজার ৮০৯, ১৬ হাজার ৮০৯ ও ১৬ হাজার ৮০৯ জন। পরীক্ষাসমূহে উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ।
সকাল ৯:৩০ মিনিটে ডীনস কমপ্লেক্সের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে উপাচার্য জানান, কিছু প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও ধৈর্যের সাথে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানান। বিশেষ করে পরীক্ষা অনুষ্ঠানে সহযোগিতা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ, মাননীয় সিটি মেয়র ও স্থানীয় জনপ্রশাসন, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। অবশিষ্ট পরীক্ষা অনুষ্ঠানেও অনুরূপ সহযোগিতা পাওয়া যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ভর্তিপরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মহানগর পুলিশের গৃহীত পদক্ষেপ সম্পর্কে গণমাধ্যমের প্রতিনিধিদের অবহিত করেন।
সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) মো. অবায়দুর রহমান প্রামানিক, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে আগামীকাল তৃতীয় দিন বুধবার ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।