10476

08/06/2025 বিয়ে ও তালাকের শীর্ষে রাজশাহী

বিয়ে ও তালাকের শীর্ষে রাজশাহী

রাজটাইমস ডেস্ক

২৮ জুলাই ২০২২ ০৬:৪১

দেশের বিভাগগুলোর মধ্যে সবেচেয়ে বেশি বিবাহিত মানুষ রাজশাহীতে। আবার তালাকের সংখ্যাও এ বিভাগে বেশি।

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। প্রাথমিক প্রতিবেদন বিষয়ক উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।

এতে বলা হয়, দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। যেখানে আট কোটি ১৭ লাখ পুরুষ ও আট কোটি ৩৩ লাখ নারী এবং ১২ হাজার ৬২৯ জন তৃতীয় লিঙ্গ।

প্রতিবেদন বলছে, রাজশাহী বিভাগে শতকরা ৬৮ দশমিক ৯৭ শতাংশ মানুষ বর্তমানে বিবাহিত, যা অন্য বিভাগের তুলনায় বেশি। অপরদিকে, এ বিভাগে তালাকের সংখ্যাও সর্বাধিক, শূন্য দশমিক ৬১ শতাংশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]