10477

04/27/2025 সাফে ভারতকে হারিয়ে দিলো বাংলাদেশের যুবারা

সাফে ভারতকে হারিয়ে দিলো বাংলাদেশের যুবারা

রাজটাইমস ডেস্ক

২৮ জুলাই ২০২২ ০৬:৪৭

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারানর পর দ্বিতীয় ম্যাচে কঠিন প্রতিপক্ষ ছিল ভারত। তবে ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশের যুবারা।

বুধবার (২৭ জুলাই) বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক ভারতকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০১৯ সালের ফাইনালে হারের শোধ তুলে নিলো লাল-সবুজরা।

ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন পিয়াস আহমেদ নোভা। তার কাছ থেকেই আসে গোল দুটি। খেলার ২৯ মিনিটের মাথায় প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল বোঝাবুঝিতে সুযোগ নেন পিয়াস। গোল পোস্টের খুব কাছ থেকে নেওয়া শটে ১-০ করেন স্কোর। অবশ্য ছয় মিনিট গুরকিরাত সিংয়ের গোলে ১-১ সমতায় ফেরে ভারত।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে নিজেদের বক্সে ফাউল করেন তানকাধর। তার সুবাধে পেনাল্টি পায় বাংলাদেশ। সফল স্পট কিক থেকে গোল আদায় করে নেন পিয়াস। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল লাল-সবুজের জার্সিধারীরা। আগামী শুক্রবার মালদ্বীপের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]