03/16/2025 নগরীতে চার শিবির নেতা গ্রেফতার
রাজটাইমস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২০ ১৯:০৮
রাজশাহীর শাহ মাখদুম কলেজ থেকে চার শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
(শুক্রবার ২৫ সেপ্টেম্বর) পুরাতন মামলায় তাদের গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত চার শিবির নেতা হলেন মৃত আবুল কাশেমের ছেলে রায়হান আজাদ (২৫), মজিবুর রহমানের ছেলে মেজবাউল আরেফিন (২৮), আমীর আলীর ছেলে শাহিন আলী (২৫) এবং মৃত রবিউল ইসলামের ছেলে হোসেন আলী রাজু (২৭)। এদের প্রত্যেকের বাড়ি নগরীর বোয়ালীয়া থানাধীন শেখেরচক এলাকায়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ। তিনি জানান, শুক্রবার পদ্মা যুব সংঘের ব্যানারে তারা শাহমখদুম ডিগ্রী কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অতিথি হিসেবে দাওয়াত দেয়া হয়। তবে অতিথিদের অনেকেই সেই অনুষ্ঠানে যায়নি।
অনুমতিহীন এমন অনুষ্ঠানের গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ।