10524

05/20/2024 বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৪০

বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৪০

রাজটাইমস ডেস্ক

১ আগস্ট ২০২২ ০৫:৫৯

ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী একজন স্থানীয় সাংবাদিক বলেন, 'সকাল ১১টার দিকে এই সংঘর্ষের শুরু হয়।'

ভোলা সদর থানার ডিউটি অফিসার কবির হোসেন বলেন, 'বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের ওপর হামলা করা হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আমি শুনেছি এ ঘটনায় একজন মারা গেছেন। তবে, বিষয়টি আমি নিশ্চিত না।'

ভোলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিরুপম সরকার বলেন, 'সংঘর্ষের ঘটনায় ৪০ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন।'

বিএনপির ভ্যারিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়েছে, 'বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বিনা উষ্কানিতে পুলিশের গুলি ও নারকীয় তাণ্ডবে যুবদল কর্মী আব্দুর রহিম শাহাদাত বরণ করেছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক নেতা-কর্মী।'

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]