10561

05/20/2024 পঁচা পেঁয়াজ বিক্রি করছে টিসিবি

পঁচা পেঁয়াজ বিক্রি করছে টিসিবি

রাজটাইমস ডেস্ক

৩ আগস্ট ২০২২ ০৬:৫৪

ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের রাজশাহীর গ্রাহকদেরকে অন্যান্য নিত্য প্রয়োজনীয় প্রণ্যের সাথে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পঁচা পেঁয়াজ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২ আগস্ট) রাজশাহী মহানগরীর ১০টি ওয়ার্ডে টিসিবির অন্যান্য পণ্যের সাথে এসব পঁচা পেঁয়াজ বিক্রি শুরু করেছেন ডিলাররা। পঁচা পেঁয়াজ বিক্রি নিয়ে তাই গ্রাহকদের মাঝে বিরাজ করছে চরম অসন্তোষ।

সরেজমিনে নগরীর বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, একজন ভোক্তা সর্বোচ্চ এক কেজি চিনি ও দুই কেজি করে তেল, মসুর ডাল ও পেঁয়াজ কিনতে পারছেন। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা ও পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন উপকারভোগীরা। তবে পেঁয়াজের অবস্থা খুব একটা ভালো না হওয়ায় পেঁয়াজ নিয়ে অসন্তুষ্টি দেখা গেছে ক্রেতাদের মধ্যে। অনেকেই টিসিবির দেওয়া পচা পেঁয়াজ নিতে চাইছেন না। যদি পেঁয়াজ ছাড়া পণ্য দেওয়া হয় তাহলে তারা লাভবান হতেন বলে জানাচ্ছেন। তবে ডিলাররা বলছেন, একটি পণ্য বাদ রেখে অন্য পণ্যগুলো দেওয়ার কোনো সুযোগ নেই। তাই বাধ্য হয়েই ক্রেতারা পেঁয়াজ নিয়ে আবার ফেলে দিচ্ছেন।

টিসিবির পণ্য ক্রয় করতে আসা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের দাসপুকুর এলাকার বাসিন্দা মোসা. হাসিনা বেগম অভিযোগ করে বলেন, ‘২০ টাকা কেজি দরে টিসিবির নিকট থেকে পঁচা পেঁয়াজ কিনলাম। তবে এই পেঁয়াজ কোনোভাবেই খাওয়ার উপযোগী না। বাধ্য হয়ে অন্য পণ্যের সঙ্গে পেঁয়াজ কিনে রাস্তায় ফেলে দিয়ে বাড়িতে আসলাম।’

টিসিবি রাজশাহীর অফিস প্রধান শাহিদুল ইসলাম জানিয়েছেন, ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষদের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চালু ছিলো। সেই কার্যক্রমের অংশ হিসেবে এবারও রাজশাহী মহানগর ও জেলা মিলে প্রায় সোয়া দুই লাখ পরিবার এই সুবিধা পাচ্ছেন। পর্যায়ক্রমে এসব পণ্য রাজশাহী মহানগরের ৩০টি ওয়ার্ড এবং জেলার ৯টি উপজেলা এলাকায় বিতরণ করা হবে। মহানগরেই শুধু পেঁয়াজ সংযোজন করা হয়েছে। উপজেলাগুলোতে পেঁয়াজ দেওয়া হচ্ছে না। পেঁয়াজ কাঁচামাল হওয়ায় কিছু অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]